OrdinaryITPostAd

কোন এক ঝরের রাতের চিত্র

জিবনের ঘটে যাওয়া কিছু ঘটনার মধ্যে একটি ভয়ানক রাত 

 

কোন এক রাত্রের দৃশ্য


মানুসের জীবনে কত বিচিত্র অভিজ্ঞতা না হয়। আজস্র ছোট-বড় ঘটনা  শৈশবের আনন্দঘন, ব্যথাতুর কিংবা পূলোক জাগাণো স্মৃতি মানসপটে শাজাণো ছবির মতো। কোণো স্নিগ্ধ ভোড়ে প্রকৃতির শান্ত রূপ দেখে মণে হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী। কতো বিষণ্ণ সন্ধ্যা হৃদয়কে করেছে ব্যথাতুর। সৃতির সাগরে ডূপ দিলে একে একে ভেশে ওঠে সব চোখের সামনে। চেনার গভীরে লূকীয়ে থাকা অনুভূতিগূলো মেলে দেয় ডাণা। সেই ডাণায় ভর করে মন চলে যায় সদূর অতীতে। 

সেটি ছিল একটি ঝড়ের রাত্রি

তখন আমার ব্যাচেলর লাঈফ ইন্টার পড়ীক্ষা দিবো ছোট্ট একটি টিনের বাসায় একাই থাকি। বর্ষার সময় 
তারিক ও দিন কিছুই মনে নেই আমার শুধু মনে আছে সে রাতের কথা । সকাল থেকেই  গুড়ি গুড়ি বৃষ্টি পরছিল। সন্ধ্যার পর একটু হাওয়া দিচ্ছিল। সেটাকে গ্রাহ্যই করলাম না। একটু ঠাণ্ডা ভাব । তাই রাতের খাবার আগেই খেয়ে নিয়ে একটু আগেই ঘূমীয়ে পড়লাম। হঠাৎ ঘূম ভেঙ্গে গেলো। ইলেক্ট্রিসিটি নাই পুরো বাসা অন্ধকার, বাইরে প্রচণ্ড ঝড় বইছে। বাসায় আমি ছারা আর কেউ নেই এটা মনে পড়তেই বুকটা কেপে ঊঠলো। বাইরে শো শো আওয়াজ। সব দরজা জানালা বন্ধ তারপরও কোথা থেকে ডূকে পড়ছে মাতাল হাওয়া। হঠাৎ ঝণঝণ শব্দে জাণালার কাচ ভেঙ্গে গেল। এক নিমিষেই ঘরের ভেতর সব লণ্ড ভণ্ড, তছনছ  হয়ে গেল। কোনমতে হাতরিয়ে রেডিওটা পেলাম প্রাণপণে ঘুড়িয়ে যাচ্ছি নব কিন্তু কোন ষ্টেশন ধরতেই পারছি না।









হঠাৎ ঘরের ভিতর বিচিত্র শব্দ। সরিল কেমন জানি শিউরে উঠলো তারপরও বিছান থেকে নেমে বেশ কয়েকবার হোঁচট খেলেম। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে সেই আলোয় আমি দেখলাম প্রকৃতির ভয়ংকর রূপ মনে হচ্ছিলো আজই সবকীছূ নিশ্চিহ্ন হয়ে যাবে। আকাশের এমন লাল রঙ আগে কখনো দেখি নি। হাওয়াড় ঝাপটায় লম্বা গাছগুলো যেন বেকে নুয়ে মাটীর সাথে মীশে যাচ্ছে। এরকম তাণ্ডব লীলা এর আগে আমি কখনোই দেখি নি। 

তখন বাজে রাত্রি ৩টা ঝরের সাথে তাল মীলীয়ে বৃষ্টিও হচ্ছে। ঘরের ভেতর বন্যার মতো ঢূকছে। 
ঝড়ের গতি বাড়ছে তো বাড়ছেই কমার কোন নামই নেই। হঠাৎ একটা শব্দ কাণে আসল ভালো করে শুনে দেখি রেডিওতে একটা খবরের সেন্টার আসছে। বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত হচ্ছে বিশেষ বূলেটীণ। জানা গেলো চট্টগ্রাম, কক্সবাজার, টেকণাফ, হাতিয়া, সন্দ্বীপ, ঊপকূল দিয়ে ১৮৫ কিমি বেগে বয়ে যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড়। ঊপকূল লাগোয়া মানুষগুলোর কথা ভেবে সরিল শিউরে ঊটছে।

একা একা বশে সেই মানুষগুলোর কথা ভাবছি হঠাৎ ঘরের বাইরে চোখ পড়তেই দেখলাম ঝর যেন আরও ভয়ানক রূপ ধারণ করেছে। এটা দেখে ভাবছি একী মহাপ্রলয় ? আদৌ কী থামবে এ ঝর না সবকিছু শেষ করে দিয়ে যাবে ? 

চারদিকে বাতাসের শো শো আওয়াজ। এ প্রলয় তাণ্ডব দেখে মনে হচ্ছিলো সৃষ্টিকর্তা নিজ সৃষ্টির ঊপোড় ক্ষুধ। 

প্রকৃতি যেন আজ কেবল ধ্বংস লীলায় মেতেছে । 

 
তবে কী সৃষ্টির মধ্যেই ধ্বংস আর ধ্বংসের মধ্যেই সৃষ্টি।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url